স্টাফ রিপোর্টার : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে আসা আরাকান আর্মির ছোড়া গুলিতে স্থানীয় এক শিশু/কিশোরী নিহত হয়েছেন। এ সময় আরো একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।
জানা যায়, নিহত শিশু/ কিশোরীর নাম মাহিয়া সুলতানা আফরান ওরফে হুজাইফা সুলতানা এবং আদিল নামে আরো এক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে । তিনি হোয়াইক্যং তেচ্ছি ব্রীজ এলাকার জসিম উদ্দিনের কন্যা। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং আজ সকালে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অবরোধ করে রেখেছেন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আজ রোববার (১১ জানুয়ারি, ২০২৬) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের আত্নীয় স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। আজ রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু/ কিশোর এবং এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে আজ রোববার সকালে সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজারের চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানান এবং বেড়িবাঁধের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেন। নিহত শিশুর পিতা জসিম উদ্দিনকে তিনি বুকে জড়িয়ে শান্তনা দেওয়ার চেষ্টা করেন।
অপরদিকে টেকনাফ থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। গোলাগুলি বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে, এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে গোলাগুলির ঘটনার বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি