স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা ৫৭টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অন্য ছয়টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি, ২০২৬) আপিল শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫৭টি আপিল। নামঞ্জুর করা হয়েছে সাতটি আপিল। এ ছাড়া ছয়টি আপিল মুলতবি রাখা হয়েছে।
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী থেকে ২৫৬৮ জনের মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর, ২০২৫ থেকে ৪ জানুয়ারি, ২০২৬ মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তারমধ্যে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।