তুরাগ থানা তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন
মোঃ শাহজালাল সুমন:তুরাগ ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানার ৩৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬০ দিনের জন্য গঠিত এই কমিটিতে রাজন আহমেদকে আহবায়ক এবং শামীম হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামসুন্নাহার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সোহেল রানা, খলিল হোসেন, বোরহানউদ্দিন, জাকির মোল্লা, শাহাদাত হোসেন, কামাল হোসেন, নুরুল আমিন, শাহিন, শামসুল আলম, মোঃ রানা ও সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তুরাগ থানা তাঁতী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁরা যার যার অবস্থান থেকে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান বলেন, তুরাগ থানার নবগঠিত এই কমিটি অত্যন্ত সক্রিয় ও দায়িত্বশীলভাবে মাঠে কাজ করবে এবং ধানের শীষের পক্ষে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়োজিত করবে। তিনি আরও বলেন, তুরাগ থানা তাঁতী দল ঐক্যবদ্ধভাবে কাজ করে এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ঢাকা ১৮ আসন বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের একজন সহকর্মী। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো কাজ করতে হবে। যারা ভালো কাজ করবে আমি সবসময় তাদের পাশে থাকবো। আর যারা খারাপ কাজ করে তারা যেন দূরে থাকে—সমাজে খারাপ লোকের কোনো অবস্থান থাকা উচিত নয়। তিনি আরও বলেন, তুরাগ থানার নবগঠিত তাঁতী দল কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
সাক্ষাৎ শেষে নবগঠিত তুরাগ থানা তাঁতী দলের সকল কমিটির সদস্যরা ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহবায়ক কমিটি গঠনে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।